আপন মহিমায় কারিনা কাপুর
বিয়ের পর অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন কারিনা কাপুর। উল্লেখযোগ্য কোনো কাজও ছিল না তার। তবে বিয়ের তিন বছর পর ২০১৫ সালে এসে কারিনার ভাগ্যের চাকা অনেকটা ঘুরে দাঁড়িয়েছে।
বর্তমানে তার হাতে তিনটি ছবি। এগুলো হলো `বজরঙ্গি ভাইজান`, `ব্রাদারস` ও `উড়তা পাঞ্জাব`। বর্তমানে কারিনা `বজরঙ্গি ভাইজান` ছবির শুটিং করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন সালমান খান। ছবিটি চলতি বছরই মুক্তি পাবে বলে জানা গেছে। এ ছবির শুটিং শেষ হলেই কারিনা `ব্রাদারস` ছবির কাজ শুরু করবেন। এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন তিনি। পাশাপাশি ছবিটিতে তাকে আইটেম গানেও দেখা যাবে। ব্রাদারসে কারিনার সহশিল্পী হিসেবে থাকবেন অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রা।
তবে `উড়তা পাঞ্জাব` ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কারিনা সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন। কারণ এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন তার সাবেক প্রেমিক শহীদ কাপুর। দীর্ঘ সাত বছর পর আবারো একসঙ্গে ক্যামেরাবন্দি হতে চলেছেন তারা। ছবিটি পরিচালনা করবেন অভিষেক চাউবি।
জানা গেছে, এ ছবিতে অভিনয় করতে এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন কারিনা। এখানে তাকে পাঞ্জাবি পরিবারের একটি মেয়ের চরিত্রে দেখা যাবে। কারিনা নিজেও পাঞ্জাবি পরিবারের মেয়ে। তবে পাঞ্জাবি ভাষাটা খুব একটা রপ্ত করতে পারেননি তিনি। তাই এ ছবির প্রয়োজনে বাধ্য হয়ে পাঞ্জাবি ভাষা শিখতে হচ্ছে তাকে। দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক রজত সিংয়ের কাছে পাঞ্জাবি ভাষা চর্চা করছেন তিনি।
চলতি বছরের মাঝামাঝি এ ছবির শুটিং শুরু হবে। আগামী বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
এইচএন/এমএস