নতুন বছরে নতুন কেট
২০১৫ সালটা হলিউড মাতিয়ে রাখবেন `টাইটানিক`তারকা কেট উইন্সলেট। একটি কিংবা দুটি নয়, চলতি বছরে তার অভিনীত পাঁচ পাঁচটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবিগুলো হচ্ছে `ইনসার্জেন্ট`, `এ লিটল কেওস`, `ট্রিপল নাইন`, `দ্য ড্রেসমেকার` এবং ড্যানি বয়েলের নতুন প্রজেক্ট। প্রতিটি ছবিতেই বিচিত্র চরিত্রে অভিনয় করেছেন তিনি।
টিএমজির খবরে জানা গেছে, সম্প্রতি ৪টি ছবির শুটিং শেষ করেছেন ৩৯ বছর বয়সী এ অভিনেত্রী। এখন এগুলোর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ছবিগুলো মুক্তির তারিখও নির্ধারণ হয়ে গেছে। এর মধ্যে `ইনসার্জেন্ট` (২০ মার্চ, ২০১৫), `এ লিটল কেওস` (১৭ এপ্রিল), `ট্রিপল নাইন` (১১ সেপ্টেম্বর) এবং `দ্য ড্রেসমেকার` (১ অক্টোবর) মুক্তি পাবে।
এদিকে, কেট এখন `স্লামডগ মিলেনিয়ার` খ্যাত ড্যানি বয়েলের ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে ঘিরে ছবিটির কাহিনী গড়ে উঠেছে।
এ ব্যাপারে কেট উইন্সলেটের মুখপাত্র জানান, ড্যানি বয়েলের ছবিতে কেট উইন্সলেট ম্যাকিন্টোশের সাবেক বিপণনপ্রধান জোয়ানা হফম্যান চরিত্রে অভিনয় করবেন। ইতিমধ্যে ছবিটির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। এই ছবিতে জবসের ভূমিকায় থাকছেন মাইকেল ফাসবেন্ডার।
এইচএন/আরআইপি