ব্যস্ত মৌটুসী


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। সম্প্রতি তিনি নতুন তিনটি ধারাবাহিক নাটকের কাজ করছেন। পাশাপাশি দুটি বিজ্ঞাপনের কাজও করেছেন।

মনসুর রহমান চঞ্চলের রচনায় ও শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘একঝাঁক মৃত জোনাকি’তে শহীদুজ্জামান সেলিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

চলতি মাসেই প্রচারে আসছে তার নতুন ধারাবাহিক নাটক মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ‘চলিতেছে সার্কাস’ এবং রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় ‘ঝালমুড়ি’।

এছাড়াও এমাসেই প্রচারে আসবে তার অভিনীত নতুন দুটি বিজ্ঞাপন। পাশাপাশি ইউটার্ন নামে একটি ছবির শুটিংও করছেন তিনি।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।