পৃথিবীর সব মাকে উৎসর্গ করে মিমির গান


প্রকাশিত: ০৩:৩১ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

মাকে উৎসর্গ করে `মা` শিরোনামে একটি গান গাইতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিমি। গানটির কথা হচ্ছে `আমি হারিয়ে ফেলি, যখন সবটুকু আশা/এক মমতাময়ী দেয় প্রেরণা, বুকে বিশ্বাসের ভাষা/আধার নামে যখন, নেমে আসে মেঘ হয়ে দুঃখ/দু`হাত জড়িয়ে ধর মা, তুমি আমার আশ্রয়, তুমি সুখ`।

মুজাহিদুল হকের লেখা ও সুর করা এই গানটি মিমির চতুর্থ একক অ্যালবামে রাখা হবে। এ সম্পর্কে মিমি বলেন, মাকে নিয়ে আমার এই গানটি পৃথিবীর সব মাকে উৎসর্গ করলাম। এর কথাগুলো অনেক চমৎকার। সঙ্গীত ক্যারিয়ারে এ পর্যন্ত বিভিন্ন ভাবনার গান গেয়েছি। তবে মাকে নিয়ে আমার কেনো গান ছিল না। অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। এখনো পর্যন্ত গানটির রেকর্ডিং হয়নি। তবে খুব শিগগিরই একজন দক্ষ সঙ্গীত পরিচালকের সঙ্গীতায়োজনে গানটি রেকর্ডিং করে ফেলব।

এদিকে, বর্তমানে চলচ্চিত্রের গান এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। সম্প্রতি তিনি ৪-৫টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি ক্যারিয়ারের চতুর্থ একক অ্যালবামের কাজও শুরু করছেন। তার এই অ্যালবামে বেশ কয়েকটি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন ওপার বাংলার প্রখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

মিমি আরো বলেন, স্টেজ শো এবং চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ত থাকায় অ্যালবামের কাজটি শেষ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এছাড়া এই অ্যালবামের ৪-৫টি গানের সুর ও সঙ্গীত করছেন নচিকেতা চক্রবর্তী। তিনিও সময় মিলাতে পারছেন না। চলতি মাসের ২০ তারিখে তার এ দেশে আসার কথা রয়েছে। এলেই তার সুর ও সঙ্গীতের গানগুলো রেকর্ডিং করব। চলতি বছরই অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।