বাফটায় সেরা `বয়হুড`


প্রকাশিত: ০৪:১৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ডে (বাফটা) সেরা ছবিসহ তিনটি বিভাগে পুরস্কার অর্জন করেছে `বয়হুড`। ছবিটি নির্মাণের জন্য সেরা পরিচালক হয়েছেন রিচার্ড লিঙ্কলেটার। এছাড়া সেরা পার্শ্বঅভিনেত্রী হন প্যাট্রিসিয়া আর্কেট। রোববার লন্ডনের রয়েল অপেরা হাউসে বসেছিল ব্রিটেনের সবচেয়ে বড় পুরস্কার বিতরণীর এ আসর।

`বয়হুড` ছবির দৃশ্যধারণ হয়েছে ১২ বছর ধরে। একই অভিনয়শিল্পীকে দিয়ে কাজ করাতে গিয়ে লিঙ্কলেটার এতটা সময় ধৈর্য ধরেছিলেন। এর ফলও তিনি পাচ্ছেন। গোল্ডেন গ্লোবের পর বাফটাও জিতে অস্কারজয়ের দৌড়ে অনেকটা এগিয়ে থাকল ছবিটি। কারণ ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনেকটা যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেরই পূর্বাভাস।

এবারের বাফটায় অসামান্য ব্রিটিশ ছবিসহ `দ্য থিওরি এভরিথিং` তিনটি পুরস্কার জিতে নিয়েছে। এর মধ্যে আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম পুরস্কারটি প্রদান করেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগেও সেরা এটি। এতে বিজ্ঞানী স্টিফেন হকিং চরিত্রে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন এডি রেডমেইন। বাফটার আসরে হকিং স্বয়ং হাজির ছিলেন। তাকে সবাই দাঁড়িয়ে অভিবাদন জানান। এছাড়া `ইন্টারস্টেলার` ছবির দলকে এই পদার্থবিদ প্রদান করেন বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টস পুরস্কার।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।