বিয়ে করলেন কুনাল-ন্যায়না


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

অনেকটা চুপিসারে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেতা কুনাল কাপুর ও ন্যায়না বচ্চন। আফ্রিকা মহাদেশের সিশেলেস দ্বীপে ৯ ফেব্রুয়ারি ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনরাই শুধু উপস্থিত ছিলেন।

ন্যায়না বচ্চন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ভাইঝি। তার বাবা অজিতাভ বচ্চন, মা রামোলা বচ্চন। ন্যায়না পেশায় একজন ব্যাংকার। নবদম্পতি ফিরে এলে দিল্লিতে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানা গেছে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।