ভালবাসা দিবসে তাহসানের `এসোনা` (গান সহ)


প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে তাহসানের নতুন গান `এসোনা`। সুস্মিতা বিশ্বাস সাথীর কথায় ও প্রবাসী বাংলাদেশি সঙ্গীত পরিচালক নাগিব হকের সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

একক এই গানটি শোনা যাবে অনলাইনে। আই টিউনস, ইটিউনস, মিলেবেল ও কেনেটিক মিউজিক স্টোরে। গানটি প্রযোজনা করেছে নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জাদুঘর।

`এসোনা` গানটি সম্পর্কে সঙ্গীত পরিচালক নাগিব বলেন, `এই গানটি একেবারেই অন্য ধাঁচের। গানটিতে তাহসানকে নতুন করে খুঁজে পাবেন শ্রোতারা।`

তিনি আরো বলেন, খুব শিগগিরই  মেহরীন, নাউমি, তাসিনসহ আরো বেশ কয়েকজন শিল্পীর একক গান মুক্তি পাবে।



আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।