আবারো মুক্তি পাচ্ছে তামিলের নকল ছবি (ভিডিও)
এই কিছুদিন আগেই তামিল ছবি থেকে গল্প নকলের অভিযোগে সমালোচিত হয়েছেন ঢালিউডের কিং খান খ্যাত শাকিব। সেই সমালোচনা আবারো জেগে উঠেছে ঢাকাই ফিল্মে।
মুক্তির অপেক্ষায় থাকা নতুন দুটি ছবি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। এর একটি ইসপাহানি আরিফ জাহান পরিচালিত ‘গুন্ডা- দ্যা টেরোরিষ্ট’, অন্যটি ওয়াজেদ আলি সুমন পরিচালিত ‘পাগলা দিওয়ানা’।
শোনা যাচ্ছে, বাপ্পি চৌধুরী, আঁচল আঁখি ও আমৃতা অভিনীত ‘গুন্ডা- দ্যা টেরোরিষ্ট’ ছবিটি নির্মিত হয়েছে তামিল ছবি ‘ইয়াবাডু’র ছায়া অবলম্বনে। রামচরণ ও শ্রুতি হাসান অভিনীত এ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালের ১১ জানুয়ারি। ‘গুন্ডা- দ্যা টেরোরিষ্ট’ মুভিটি বাংলাদেশে আগামী ১০ এপ্রিল মুক্তি পাবার কথা রয়েছে।
অন্যদিকে, ওয়াজেদ আলি সুমন তার ‘পাগলা দিওয়ানা’ ছবিটি নির্মাণ করেছেন তেলেগু ‘ডেওয়ার’ ছবি নকল করে। ২০০৮ সালের ২৩ মে মুক্তি পেয়েছিল এ ছবিটি। আর পরীমনি অভিনীত ‘পাগলা দিওয়ানা’ মুক্তি পাবে আগামী ৩ এপ্রিল। রোমান্টিক অ্যাকশন ধারার এ ছবিতে আরো অভিনয় করেছেন শাহরিয়াজ, ও আমৃতা খান।
এরই মধ্যে দুটি ছবিরই ট্রেলার প্রকাশ পেয়েছে ইউটিউবে। আর এরপরই নকলের অভিযোগ উঠল ছবি দুটির বিরুদ্ধে। যদিও এখন পর্যন্ত কোন প্রযোজনা সংস্থাই এ নিয়ে মুখ খোলেনি।
তবে এই নকলের অভিযোগ সত্যি হলে সেটিকে বাংলাদেশি চলচ্চিত্রের ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন চলচ্চিত্রবোদ্ধারা।
এলএ/আরআইপি