চিত্রনাট্যের প্রয়োজনেই ঘনিষ্ঠ দৃশ্য : স্বস্তিকা
জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সিনেমা এবং সিনেমার বাইরে সব সময় নানান ধরনের মন্তব্য এবং তুমুল বিতর্ক থাকে। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি ছবির চুম্বন দৃশ্য করতে গিয়ে আবারো আলোচনায় উঠে এসেছেন তিনি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অনুসারে এই রহস্য-মোড়া সিনেমায় স্বস্তিকা ও সুশান্তর চুম্বন-দৃশ্য রীতিমতো আলোড়ন ফেলেছে টিনসেল টাউনে।
ভারতের কালিঘাটের মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী-র মাধ্যমে বলিউডে পা রেখেছেন। তিনি চুম্বন দৃশ্যটি সম্পর্কে বলেন, সিনেমার প্রয়োজনে এ রকম একটি দৃশ্য করতে হবে বলে পরিচালক আমাকে জানিয়ে রেখেছিলেন। শ্যুটিংয়ের সময় একমাত্র দিবাকর ও আমিই ব্যাপারটি জানতাম।
গ্ল্যামার গার্ল আরও বলেন, ছবিটির পরিচালক দিবাকর চেয়েছিলেন যে, ওই দৃশ্যের চিত্রগ্রহণ যেন একেবারে স্বাভাবিকভাবে হয়। তাই এ ব্যাপারে ছবির নায়ক সুশান্তকে কিছুই জানানো হয়নি। আচমকা চুমু খেলে স্বাভাবিকভাবেই হকচকিয়ে যাবেন সুশান্ত। কয়েক পা পিছিয়ে যাবেন। আর বাস্তবে তাই-ই ঘটল।
চুম্বন দৃশ্যের চিত্রগ্রহণের কথা বলতে গিয়ে হেসে তিনি বলেন সুশান্তর ওই বিস্ময় ও বিমূঢ়তা চিত্রনাট্যের প্রয়োজন মিটিয়েছে । সুশান্ত তো এ ব্যাপারে শ্যুটিংয়ের সময় কোনও কথাই জিজ্ঞেস করেননি।
স্বস্তিকা আরও বলেন, সুশান্ত যেন আমার সম্পর্কে ভুল ধারনা পোষণ না করে তাই আমি শ্যুটিংয়ের পর সুশান্তকে সবকথা জানিয়ে দিতে বলেছিলাম ছবিটির পরিচালককে।
আরআই