ফটোগ্রাফি নিয়ে রেডিওতে প্রীত রেজা


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৮ জানুয়ারি ২০১৭

রেডিওতে প্রথমবারের মতো ফটোগ্রাফির ওপর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দেশের অন্যতম আলোকচিত্রী প্রীত রেজা এখানে প্রধান চমক হিসেবে আছেন।

অনুষ্ঠানের নাম- ফটো টক উইথ প্রীত রেজা। এটি ২৮ জানুয়ারি থেকে সম্প্রচার শুরু করছে এবিসি রেডিও।

জানা গেছে, নতুন ভাবনার এই অনুষ্ঠানটিতে ফটোগ্রাফির কায়দা-কানুন শেখানো থেকে শুরু করে নানা বিষয় নিয়ে কথা বলবেন প্রীত রেজা।

অনুষ্ঠানটি প্রসঙ্গে প্রীত বলেন, ‘টেলিভিশনে অনেক আগে থেকেই ফটোগ্রাফি নিয়ে একটি অনুষ্ঠান করছি। এবার এফএম রেডিওর অভিজ্ঞতা উপভোগ করবো। তরুণদের কথা ভেবে এই অনুষ্ঠানের পরিকল্পনা।’

Preeto Reza

গেল ২৩ জানুয়ারি এবিসি রেডিওর সঙ্গে প্রীত চুক্তিবদ্ধ হন। এসময় উপস্থিত ছিলেন রেডিওরটির অনুষ্ঠান প্রধান এহসানুল হক টিটুসহ আরও অনেকে।
অনুষ্ঠানটির প্রযোজক ও সহ-আরজে হিসেবে থাকবেন কায়নাত। এটি প্রতি শনিবার বিকাল ৪টা-৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার প্রীত ‘ওয়েডিং ডায়রি বাংলাদেশ’-এর কর্ণধার। দেশ-বিদেশে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।