ছবির গান নিয়ে চিরকুটের ব্যস্ততা


প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৯ মার্চ ২০১৫

শোবিজ পাড়ার নতুন খবর চলচ্চিত্র নির্মাণে নামছেন জনপ্রিয় বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা অমিতাভ রেজা। চলচ্চিত্রের নাম ‘আয়নাবাজি’।

এ ছবির জন্য গান করা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট। এই ছবির জন্য দু’টি গান তৈরি করবে দলটি। এরইমধ্যে একটি গান শেষ হয়েছে। অন্যটিও শীঘ্রই তৈরি হবে।

এ বিষয়ে দলের ভোকাল শারমিন সুলতানা সুমি জাগোনিউজকে বলেন, ‘নিজের প্রথম ছবিতে আমাদের গান করার সুযোগ দেয়ার জন্য অমিতাভ রেজা ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দু’টি গান করার কথা। একটি শেষ হয়েছে। আপাতত এর নাম দিয়েছি ‘দুনিয়া’। আর অন্যটি হবে ছবির থিমসং।’

নিজের গান করা নিয়ে সুমি বলেন, ‘এই ক’দিনে চিরকুট একটা ইমেজ তৈরি করে নিয়েছে। তৈরি হয়েছে নিজস্ব ঘরানার শ্রোতা-ভক্ত। তাদের ভালোলাগাকে প্রাধান্য দিয়েই গান করার চেষ্টা কর আমরা। তবে আশা করছি এই ছবির দু’টি গানই সব শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

সুমি আরো জানালেন, সম্প্রতি ডিজিটাললি প্রকাশ পেয়েছে চিরকুটের নতুন দু’টি গান। যার একটি ‘পথ’ শিরোনামের, অন্যটি ‘ভালোবাসলে কেন ক্ষিদে পায় না’। দু’টি গানই বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

এছাড়াও রেদওয়ান রনির একটি ছবির জন্যও গান করছে চিরকুট।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ের আলোচিত ব্যান্ড চিরকুট গঠিত হয় ২০০২ সালে। চিরকুট নামটা দিয়েছেন ব্যান্ডের ভোকাল সুমী। এই দলটির একটি গানের মিউজিক ভিডিও বিশ্বখ্যাত মিউজিক্যাল টিভি চ্যানেল এমটিভিতে প্রচার হয়েছে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।