বিদ্যা বালান যখন কবি


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০৭ এপ্রিল ২০১৫

শখের বশে কাব্যচর্চা করছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ইতোমধ্যে তিনি অর্ধশত কবিতাও লিখে ফেলেছেন। এসব কবিতা নিয়ে তার বই প্রকাশের ইচ্ছা রয়েছে। বিদ্যার কবিতায় প্রকৃতির প্রতি নিবিড় ভালোবাসা ও মানবতার কথা ফুটে উঠেছে। আগামীতেও তিনি কাব্যচর্চা অব্যাহত রাখতে চান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে `ডার্টি গার্ল` খ্যাত এই তারকা এমনটাই জানিয়েছেন। এ সম্পর্কে ৩৬ বছর বয়সী বিদ্যা বলেন, `আমার কাছে স্নায়ুচাপ কমানোর অন্যতম হাতিয়ার হচ্ছে কাব্যচর্চা। কিছুদিন ধরে অবসরে আমি নিয়মিত কবিতা লিখছি। কবিতা লিখতে আমার ভীষণ ভালো লাগে। তবে আমি এসব লেখা এখনো প্রকাশ করিনি। তাছাড়া সামাজিক মাধ্যমেও আমি সক্রিয় নই। তাই শুধু কাছের মানুষদেরই আমি এসব লেখা দেখিয়েছি। তারা আমার কবিতার খুবই প্রশংসা করেছেন। তাই এসব কবিতা দিয়ে বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।`

একটি সূত্র জানিয়েছে, বিদ্যা শুটিং স্পটে ডায়েরি নিয়ে যান। শুটিংয়ের ফাঁকে ফাঁকে এক-দুই লাইন করে লিখে রাখেন। পাশাপাশি প্রচুর কবিতার বই পড়েন। তিনি হিন্দি ভাষার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষার কবিতাও নিয়মিত পাঠ করেন। বর্তমানে বিদ্যা বালান `হামারি আধুরি কাহানি` ছবির শুটিং করছেন।

এআরএস/বিএ/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।