টিভি চ্যানেল ও সিনিয়রদের প্রতি আসিফের ক্ষোভ


প্রকাশিত: ১০:৪৭ এএম, ১১ এপ্রিল ২০১৫

গানের মানুষদের নিয়ে প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হচ্ছে ‘গানমেলা’। গত ৯ এপ্রিল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে শুরু হয়েছে এই সঙ্গীত উৎসব।

প্রতিদিনই গানের সাথে জড়িত মানুষেরা বিকেল ৫টায় হাজির হচ্ছেন গানমেলায়। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, কণ্ঠশিল্পী, প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা, শ্রোতারাসহ অগুনতি উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠছে গানমেলা। কিন্তু এই মেলা নিয়ে দেশের টিভি চ্যানেলগুলোর কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

পাশাপাশি তিনি একই অভিযোগের মন্তব্য করলেন দেশের সিনিয়র কণ্ঠ তারকাদের বিরুদ্ধেও।

শনিবার দুপুর পৌনে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজের এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসিফ লিখেছেন, ‘গানমেলায় হাজার হাজার সঙ্গীত পিপাসু দর্শক শ্রোতার উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে সামনে ভালো কিছু হতে যাচ্ছে। হাতে গোনা কিছু সম্মানিত সিনিয়র শিল্পী এবং তরুণরাই জমজমাট করে রেখেছে গান মেলার মঞ্চ।’

টিভি চ্যানেলগুলোর অকৃতজ্ঞতা ও দায়িত্ববোধের অভাবের বিষয়ে এ গায়ক লিখেন, ‘দুটি টিভি চ্যানেলের ক্যামেরা দেখা গেছে গানমেলায়। টিভি ষ্টেশন ছাড়াই একটা জমজমাট অনুষ্ঠান হতে পারে, প্রমান চাইলে চলে আসুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া গানমেলায়। চ্যানেল গুলোর জন্মদিনে তরুণ শিল্পীরাই জমিয়ে রাখে অনুষ্ঠান। আর স্বার্থপর টিভি চ্যানেলগুলো অদৃশ্য ইশারা কিংবা অজ্ঞতার কারণে আসছে না মেলায়। ধিক্কার দিতে দিতে এখন আর রাগ হয়না, হাসি পায়। আমরা তাদের নিয়ে মশকরা করি। এটাই বা কম কি !!!

আসিফ টিভি চ্যানেলগুলোকে সাবধান হওয়ার জন্যই বুঝি ইঙ্গিত করে লিখলেন, ‘পরের জন্মদিনে উপহার কি হবে ভেবে রাখুন।’

সিনিয়র শিল্পীদের নিয়ে আসিফ লিখেছেন, ‘সিনিয়র শিল্পীদের একটা বড় অংশ প্রকাশ্যে ষড়যন্ত্র করছেন গান মেলার বিরুদ্ধে, আমি নিজে ফোন কলের স্বাক্ষী। উনাদের বলতে চাই-পেছন থেকে ছুরি মারার অভ্যাস বাদ দিন, দীর্ঘ দিনের ভোঁতা অস্র যেনো বুমেরাং না হয়ে যায় সে দিকে লক্ষ্য রাখুন। তেতাল্লিশ বছর আত্মকেন্দ্রিকতার বাইরে আসতে পারেননি। বাংলাদেশ বেতার কিংবা বিটিভি থেকে রয়্যালিটি উদ্ধার করতে পারেন নি। সারা জীবন তরুণদের ঠেসে ধরে নিজেরাই কার্বন পেপার হয়ে গেছেন। এখন চোখ পড়েছে মোবাইল কোম্পানীর টাকার দিকে।’

সিনিয়র শিল্পীদের স্বার্থপরতা নিয়ে আসিফ লিখেন, ‘আপনাদের স্বার্থপরতা এবং হঠকারিতার শিকার তরুন প্রজন্ম। দীর্ঘ দিন গান বাজনা করে মানুষের ভালবাসা পেয়েছেন- আল্লাহ্ আপনাদের আরো সম্মান দিন। আমাদের জন্য কখনো কিছু করেন নি প্লাষ্টিক হাসি দেয়া ছাড়া, আর দরকার ও নাই। আপনাদের কলিগরা যখন মৃত্যু শয্যায় তখনো তাদের ফোন ধরেন নি। ইন্ডাস্ট্রির ইতিহাস বিদ আমাকে বানাবেন না, সশ্রদ্ধ দাওয়াত রইলো গানমেলায়।’

এই স্ট্যাটাসের সময় আসিফ আকবর নিজের একটি ছবিও আপলোড করেন। সেই ছবিতে মাথায় টুপি পড়ে হাতে একটি লাইটার জ্বালাতে দেখা যায় তাকে।

এখন দেখার পালা, আসিফের মতো প্রথম একজন প্রতিষ্ঠিত শিল্পীর সমালোচনায় শিক্ষা নিয়ে দেশের টিভি চ্যানেলগুলো গানমেলায় নিজেদের ব্যস্ততা বাড়ায় কি না। সেইসাথে সিনিয়র শিল্পীদের অংশগ্রহণও বাড়ার অপেক্ষায় সবাই।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।