সানি লিওনের লীলায় আনুশকার পরাজয়
ছিলেন পর্নস্টার। বলিউডে এসে হয়ে গেলেন নির্মাতাদের তুরুপের তাস। সানি লিওনের ছবি মানেই উম্মাদনা আর বক্স অফিস ঝড়। তার ব্যতিক্রম হয়িনি সদ্য মুক্তির পাওয়া ‘এক পাহলি লীলা’ ছবিতেও। বাজিমাত করেই চলেছে সানি লিওনের সর্বশেষ ছবিটি।
অবশ্যট্রেলারের জনপ্রিয়তা দেখেই মালুম হচ্ছিল, এ ছবি লম্বা রেসের ঘোড়া। মুক্তি পেতেই প্রমাণিত হল, তাকে যতই বলিউডে বাকা নজরে দেখা হোক, এই মুহূর্তে বলিউডের বাঘা বাঘা তারকাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জায়গায় রয়েছেন সানি লিওন। প্রত্যাশা ছাড়িয়ে আক্ষরিক অর্থেই বক্স অফিসে বিস্ফোরণ ঘটাল ‘এক পাহলি লীলা’।
ছবি প্রথম দিনের ব্যবসাতেই হারিয়ে দিয়েছে অনুশকা শর্মার ‘এনএইচ-১০’ ও অমিতাভ বচ্চন অভিনীত ‘শামিতাভ’-কে। সব মিলিয়ে মুক্তির পর দু’দিনেই ‘এক পহেলি লীলা’র ব্যবসায়িক সাফল্য সাড়ে ১০ কোটি টাকা।
সানির ‘এক পহেলি লীলা’র সঙ্গেই মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’, অনুষ্কার ‘এনএইচ-১০’ ও অমিতাভ বচ্চন-ধনুশ অভিনীত ‘শামিতাভ’। সমালোচকদের চোখ কপালে তুলে ব্যবসায়িক সাফল্যে আপাতত এক নম্বরে ‘এক পহেলি লীলা’।
দ্বিতীয় দিনে ছবিটির বক্স অফিস কালেকশন ৫ কোটি ২০ লক্ষ টাকা। সব মিলিয়ে সাড়ে ১০ কোটি টাকা। ছবিটির মোট বাজেটই ছিল ১৫ কোটি টাকা। সেখানে প্রথম দু’দিনের সংগ্রহই ১০ কোটি ছাড়িয়ে গিয়েছে।
ছবির মানের দিক থেকে পিছিয়ে থাকলেও ব্যবসায়িক সাফল্যে সবাইকে ছাড়িয়ে ‘এক পাহলি লীলা’। সেইসাথে অমিতাভ বচ্চন, আনুশকার মতো তারকাদের পিছনে ফেলে এগিয়ে সানি লিওনও। নিশ্চয়ই সানির সাথে অভিনয় না করা বলিউডের বিগ তারকারা টের পাচ্ছেন, সানির দর্শকপ্রিয়কার ঝাঁজ।
এলএ/এমএস