প্রতিবাদী জিনিয়া


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৩ মে ২০১৫

গ্রামের নাম ইরাবতী। এখানকার সহজ সরল মানুষগুলো প্রায় সময়ই ডুবে থাকে নানা কুসংস্কারে। তারা বিশ্বাস করে জিন-প্রেত-ভূতের আছর আর অপক্ষমতাকে।

একদিন শহর থেকে গ্রামে আসে ইরাবতীর সবচাইতে প্রতাপশালী এবং অভিভাবক বৃদ্ধার নাতনী। সে এসে মানুষের এসব ভ্রান্ত বিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়ায়। সবাইকে বোঝানোর চেষ্টা করে পৃথিবী এখন অনেক দূর এগিয়ে যাবার পথে।

সম্প্রতি নির্মিতব্য ‘স্বপ্নের ইরাবতী’ নামের একটি ১৩ পর্বের ধারাবাহিকে সচেতন, প্রতিবাদী এ নারীর চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ জিনিয়া খন্দকার।

এ নাটকে অভিনয় করা প্রসঙ্গে জিনিয়া জানালেন, ‘চমৎকার একটি গল্পের ধারবাহিক ইরাবতী। সবাই খুব মজা করে কাজ করছি। আর এ নাটকটি আমার জন্য বিশেষ প্লাটফর্ম। কারণ এখানে শর্মিলী আহমেদ, গাজী রাকায়েতের মতো অভিনয় শিল্পীদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। তাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি আমি।’

তনিমা হামিদের রচনা ও ফাল্গুনী হামিদের পরিচালনায় ‘স্বপ্নের ইরাবতী’ নামের ১৩ পর্বের ধারাবাহিকটির শুটিং চলছে পূবাইলে। শিগগির এর প্রচার শুরু হবে।

নাটকটিতে জিনিয়া ছাড়াও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, গাজী রাকায়েত, হাসান মাসুদ, মৌটুসী বিশ্বাস, শাহেদ শরীফ খান, তনিমা হামিদসহ আরো অনেকেই।

উল্লেখ্য, জিনিয়ার প্রথম নাটক কায়সার আহমেদের ‘অবগুণ্ঠন’। এর পর কায়সার আহমেদ পরিচালিত ‘উত্তরাধিকার’, সৈয়দ শাকিল পরিচালিত ‘স্ক্যান্ডাল’, জাহিদুল ইসলাম বিপ্লব পরিচালিত ‘পালাবার পথ নেই, মানিক মানবিক পরিচালিত ‘সংসার সুখের হয় বেদনার গুণে’, মাহফুজ আহমেদ পরিচালিত ‘মাগো তোমার জন্য’, হাফিজউদ্দিন পরিচালিত ‘সাত পুরুষের ঢাকা’সহ প্রচুর নাটকে কাজ করেছেন তিনি।

বর্তমানে জিনিয়া অভিনীত বিটিভিতে মামুনুর রশীদের ‘অক্ষয়’, মোস্তাফিজুর রহমানের ‘অপেক্ষা’, এটিএন বাংলায় মোহন খানের ‘নীড় খুঁজে গাংচিল’, আরটিভিতে সঞ্জীত সরকারের ‘মামাবাড়ির আবদার’ নামের ধারাবাহিকগুলো নিয়মিতই প্রচার হচ্ছে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।