মুক্তির অপেক্ষায় পিকু


প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৪ মে ২০১৫

মুক্তির অপেক্ষায় ক্ষণ গননা শুরু হলো পারিবারিক হাস্যরস নিয়ে নির্মিত সুজিত সরকারের ছবি ‘পিকু’র। আগামী ৮ মে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহু প্রতিক্ষিত সিনেমাটি।

বাবা আর মেয়ের পারিবারিক খুনসুটি নিয়ে নির্মিত এই ছবিটিতে কেন্দ্রীয় চরিত্র পিকুর নাম ভুমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। বাবার ভূমিকায় থাকছেন অমিতাভ বচ্চন। এছাড়াও রয়েছে ইরফান খান।


ইতোমধ্যে সিনেমাটির সকল গান এবং ট্রেলার দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার শুধু মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলার পালা।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।