আবারো রুবেলের বিরুদ্ধে জিডি করলেন হ্যাপি


প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৯ মে ২০১৫

হ্যাপি-রুবেলের বিতর্ক থামছেই না। আজ একদিকে তো কাল অন্যদিকে মোড় নিচ্ছে এই দুই তারকার সম্পর্কের বৈরীতা। সর্বশেষ হ্যাপিকে হত্যা করার জন্য রুবেল ২ জন গুন্ডা ভাড়া করেছেন মর্মে সম্প্রতি একটি স্ট্যাটাস দেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। এর পরপরই তার ফেসবুক ও ইমেইলটি হ্যাক হয়।

এসব কারণে ভীতির মধ্যে রয়েছেন বলে ক্রিকটার রুবেলের বিরুদ্ধে শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুর থানায় একটি জিডি করেন হ্যাপি। জিডি নাম্বার ৪৭৭।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ওসি সালাউদ্দীন গণমাধ্যমেকে বলেন, ‘নিরাপত্তা চেয়ে হ্যাপি আমাদের থানায় জিডি করেছেন। আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব আমরা তা করার চেষ্টা করবো।’

জিডি করা প্রসঙ্গে হ্যাপি গণমাধ্যমে বলেন, ‘জীবনের ভয় কার না আছে। ও যেভাবে আমাকে হুমকি দিচ্ছে তাতে আর নিরব বসে থাকলে চলবে না। কারণ আমি নিশ্চিত হয়েছি, ও আমাকে খুন করার জন্য গুন্ডা ভাড়া করেছে। যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য রুবেলই দায়ি থাকবে। তাই আমি নিরাপত্তার স্বার্থে এই সাধারণ ডায়েরি করেছি।’

হ্যাপি আরও বলেন, ‘আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরপরই আমার ফেসবুক অ্যাকাউন্ট আর ইমেইল হ্যাক করা হয়েছে। এটা নরমাল কোনো হ্যাকার করেনি বলেই আমার ধারণা। শক্তিশালী কোন হ্যাকার দিয়েই করানো হয়েছে।’

প্রসঙ্গত, গত বছর ১৩ই ডিসেম্বর ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় মামলা করেন হ্যাপি। আর এরপর থেকেই হ্যাপি ও রুবেলের এই বিতর্ক চলে আসছে।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।