তরুণ অভিনেতা সায়েম সাদাত আর নেই
জনপ্রিয় তরুণ অভিনেতা সায়েম সাদাত আর নেই (ইন্নালিল্লাহি ... রাজেউন)। সোমবার ভোর রাত ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে শেওড়াপাড়ার নিজ বাসা থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সকালে তাকে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানেই সায়েমের লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে বিয়ে করেন সায়েম। স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে লাইম লাইটে এসেছিলেন এই তরুণ অভিনেতা। গেল ঈদে এয়ারটেল নিবেদিত ‘ভিটামিন টি’ টেলিফিল্ম-এ তার অভিনয় মুগ্ধ করে দর্শকদের। অবশ্য তারও আগে এয়ারটেলের ‘ভালোবাসা ১০১’ নাটকেও কাজ করেছিলেন তিনি।
সর্বশেষ রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিকে কাজ করছিলেন সায়েম। এর পুরো কাজ শেষ না হতেই না ফেরার দেশে চলে গেছেন ২৭ বছর বয়সী এ অভিনেতা। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সায়েম।
অভিনয়ের পাশাপাশি ইভেন্ট প্ল্যানার হিসেবেও কাজ করতেন তিনি। মৃত্যুর সময় মা বাবা বোন ও নববধূসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন সায়েম।
এএ