মৌমিতার বেপরোয়া প্রেমিক


প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৮ মে ২০১৫

সময়ের আলোচিত নায়িকা মৌমিতা মৌ। চলচ্চিত্রের আঙিণায় ক্রমেই ব্যস্ততা বাড়ছে তার। সর্বশেষ চুক্তিবদ্ধ হলেন ইমদাদুল হক মিজানের পরিচালনায় ‘বেপরোয়া প্রেমিক’ নামের একটি ছবিতে।

মৌমিতা জানালেন, গেল শনিবার এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা ‘মৌমিতা মৌ’। এছবিতে মৌমিতা’র বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক কাজী মারুফ।

আগামী জুনের ৬ তারিখে ঢাকার হাতির ঝিলে শুরু হবে ছবির শুটিং। উত্তরা, পূবাইল, সোনার গাঁ এবং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়নের কাজ হবে। একটানা কাজ শেষ করে এই কোরবানির ঈদেই ছবিটি মুক্তি দেওয়া হবে।

এ প্রসঙ্গে মৌমিতা বলেন, ‌‘শনিবার নতুন এই ছবিতে চুক্তিবদ্ধ হলাম। ছবির গল্প শুনেই আমার খুব ভালো লেগেছে। আর কাজী মারুফ ভাইয়ের সাথে এটি হবে আমার দ্বিতীয় ছবি। আশাকরি এই ছবিটি সাড়া ফেলবে সবার মাঝে।’

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলেন, ‘এখানে আমি গ্রামের একটি মেয়ের চরিত্রে কাজ করবো। আর মারুফ ভাই শহরের বেপরোয়া একটি ছেলে। অনেক মেয়ের সাথেই তার সম্পর্ক। একদিন সে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। তখন আমার সঙ্গে তার পরিচয় ও প্রেম হয়। মারুফ ভাই আমাকে শহরে নিয়ে আসে কিন্তু আমি এখানে এসে হারিয়ে যাই। আরেকটি ছেলের সঙ্গে আমার দেখা হয়। সে আমাকে থাকার জায়গা দেয়।

একসময় দেখা যায়, আমাকে সেই ছেলেটিও ভালোবাসে। অন্যদিকে মারুফ ভাই আমাকে পাগলের মতো খুঁজতে থাকে। এমনি একটা গল্প নিয়ে নির্মাণ হবে ছবিটি। আমি চেষ্টা করব আমার চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে।’

পরিচালক সূত্রে জানা গেছে এরই মধ্যে আলী আকরাম শুভ এবং রেমো বিপ্লবের কম্পোজিশন এবং সুদীপ কুমার দীপের কথায় ছবিটির চারটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কনক চাঁপা, বেলাল খান, পড়শী, কমল, তানজিনা রুমা ও মুন।

ছবিটিতে মৌমিতা ও মারুফ ছাড়া আরো অভিনয় করবেন সাংকুপাঞ্জা, শিবা সানু, ডাক্তার বাবু, আফজাল শরিফ, রীনা খান, ড্যানি সিডাক ও রেহেনা জলি।

উল্লেখ্য, এর আগে কাজী মারুফের ব্পিরীতে শোধ প্রতিশোধ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন মৌমিতা মৌ। বর্তমানে ছবিটির শুটিং চলছে।

নতুন ছবির সাফল্যের প্রত্যশায় মৌমিতাকে অভিনন্দন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।