ভাবনগরে লালনের তীর্থস্থান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯ এএম, ২০ আগস্ট ২০১৭

ফকির লালন সাঁইয়ের তীর্থস্থানে অনুষ্ঠিত সাধুসঙ্গে দীর্ঘ ১৩ বছর যাবৎ (২০০৪-২০১৭) অংশগ্রহণ মূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে নির্মিত হয়েছে ‘ভাবনগর’ প্রামাণ্যচিত্রটি। এই পর্যবেক্ষণকালে সাধু-ফকিররাও নির্মাণ প্রক্রিয়ার অংশ হয়ে উঠেছিলেন। সাধু-ফকিররা স্বতঃস্ফূর্তভাবে তাদের তত্ত্ব সাধনা ও সমাজ ভাবনা নিয়ে কথা বলেছেন।

প্রত্যেক প্রহরে পরিবেশিত সংগীত তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হয়েছে। সাধু-ফকিরদের সেইসব আলাপ ও সংগীতের মালা গেঁথে ‘ছবিঘর’র ব্যানারে মঞ্জুরুল হক নির্মাণ করেছেন ‘ভাবনগর’ প্রামাণ্যচিত্রটি। পরিচালনার পাশাপাশি তিনি সংগীত পরিচালনা, চিত্রনাট্য ও সম্পাদনাও করেছেন, সেইসাথে প্রদীপ আইচ ও আব্দুল আজিজের সাথে যৌথভাবে চিত্রগ্রহণের কাজও তিনি করেছেন।

ভাবনগরের বিষয়বস্তু হলো ‘সাধুসঙ্গ’। চব্বিশ ঘন্টাব্যাপি সাধুসঙ্গ আট প্রহরে বিন্যস্ত। প্রত্যেক প্রহরের আচার, আলোচনা ও সংগীতের আঙ্গিক ও বিষয়বস্তু ভিন্ন ভিন্ন। যেমন- দৈন্যতা, গুরু-ভক্ত সম্পর্ক, কাম, প্রেম, রস, রতি, নারী-পুরুষ যুগল সাধনা, গোষ্ঠ লীলা, রাধা-কৃঞ্চ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সংকীর্তন, সমাজ ভাবনা ও যুগল মিলন।

ভাবুক, পদকর্তা ফকির লালন সাঁই প্রায় দুইশত বছর আগে বাংলাদেশের কুষ্টিয়া জেলার ছেউড়িয়া গ্রামে দোল পূর্ণিমায় যে সাধুসঙ্গ শুরু করেছিলেন তা আজো প্রতি বছর তার ভক্ত-অনুসারীরা উদযাপন করে আসছেন। ফকির লালন সাঁই তার জগৎ-জীবন নিয়ে যে ভাবনা তা প্রকাশ করেছেন সংগীতের মাধ্যমে এবং সেই সংগীত আনুষ্ঠানিকভাবে পরিবেশিত হয় সাধুসঙ্গে। একইসাথে সাধু-ভক্তদের পারস্পারিক ভাব বিনিময়ের মাধ্যমও এই সাধুসঙ্গ।

এই প্রামাণ্যচিত্রটির নির্বাহী প্রযোজক আয়েশা হক ও সহযোগী প্রযোজক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন। এতে শব্দগ্রহণ করেছেন রবিউল ইসলাম নান্নু।

প্রামাণ্যচিত্রটির নির্মাতা মঞ্জুরুল হক একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পরবর্তিতে বিজ্ঞাপনী সংস্থা, নিউজ এজেন্সী ও কয়েকজন পরিচালকের সাথে পেশাদার সম্পাদক হিসেবে কাজ করেন। সবশেষে বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রগ্রাহক ও সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

তারেক মাসুদের অনাকাঙ্খিত মৃত্যুর পর স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। বাংলাদেশের পরিবহন ব্যবস্থা ও সড়ক নিরাপত্তা নিয়ে নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ প্রামাণ্যচিত্র ‘মৃত্যুফাঁদ’। একযুগ ধরে কাজ করে ২০১৭ সালে শেষ করেছেন প্রথম পূর্ণদৈর্ঘ প্রামাণ্যচিত্র ‘ভাবনগর’।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে ডকু-ফিকশন ‘নিশঃস্ক চিত্ত’ এর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া মওলা বক্স নামে একজন বাউল শিল্পীকে নিয়ে নির্মাণ করছেন ‘ছয় রাগ ছত্রিশ রাগিণী’ নামে আরেক চলচ্চিত্র।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।