প্রবাসীদের জন্য গাইবেন সাবিনা ইয়াসমিন-রুনা লায়লা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য একই মঞ্চে গান গাইবেন কণ্ঠশিল্পী রুনা লায়লাসাবিনা ইয়াসমিন। স্থানীয় সময় আগামী রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করবে ‘শো-টাইম মিউজিক’ নামে একটি বিনোদন সংস্থা।

আয়োজক সংগঠনের প্রধান আলমগীর খান আলম জানান, গত বছরের চেয়ে এবারের আয়োজন আরও ভালো হবে। গতবারে অনেক দর্শক-শ্রোতা স্থান সংকুলানের কারণে ফিরে গেছেন। এবার বড় একটি অডিটোরিয়ামে শো হবে, ফলে বহু মানুষ এই দুই শিল্পীর গান শুনতে পারবেন।

নিউ ইয়র্কে শোর আগে, ৭ ও ৮ সেপ্টেম্বর রাতে এই দুই শিল্পীর ফ্লোরিডার মায়ামিতে ফোবানার বাংলাদেশ সম্মেলনেও সঙ্গীত পরিবেশন করবে বলে জানায় আয়োজকরা।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।