প্রবাসীদের জন্য গাইবেন সাবিনা ইয়াসমিন-রুনা লায়লা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য একই মঞ্চে গান গাইবেন কণ্ঠশিল্পী রুনা লায়লাসাবিনা ইয়াসমিন। স্থানীয় সময় আগামী রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করবে ‘শো-টাইম মিউজিক’ নামে একটি বিনোদন সংস্থা।

আয়োজক সংগঠনের প্রধান আলমগীর খান আলম জানান, গত বছরের চেয়ে এবারের আয়োজন আরও ভালো হবে। গতবারে অনেক দর্শক-শ্রোতা স্থান সংকুলানের কারণে ফিরে গেছেন। এবার বড় একটি অডিটোরিয়ামে শো হবে, ফলে বহু মানুষ এই দুই শিল্পীর গান শুনতে পারবেন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

নিউ ইয়র্কে শোর আগে, ৭ ও ৮ সেপ্টেম্বর রাতে এই দুই শিল্পীর ফ্লোরিডার মায়ামিতে ফোবানার বাংলাদেশ সম্মেলনেও সঙ্গীত পরিবেশন করবে বলে জানায় আয়োজকরা।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।