আবারো তারা একসাথে


প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৭ জুন ২০১৫

শোবিজের জনপ্রিয় তারকা-দম্পতি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সবশেষ তারা একসঙ্গে কাজ করেছেন অঞ্জন আইচের `মিস্টার অ্যান্ড মিসেস শাহরিয়ার` নাটকে।

এরপর প্রায় ১ বছর পর আবারো জুটিবদ্ধ হলেন জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। `হোপলেস ম্যান`  শিরোনামের একটি টেলিছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান নিজেই।

টেলিছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর মৌকে দেখা যাবে তার প্রেমিকার চরিত্রে। নাটকের গল্পে দেখা যাবে, জাহিদ হাসান মানসিক রোগী। সারাদিনই তার মনে হয় তিনি মারা যাবেন। এ ভয়ে তিনি অনেক সময় বিছানা থেকেও নামেন না। একসময় তার পরিচয় হয় মৌয়ের সঙ্গে। তখন থেকে ঘটতে থাকে নানা ঘটনা। সম্প্রতি পূবাইল ও উত্তরাতে দৃশ্যধারণ শেষ হয়েছে প্রেম-বিরহ, হাসি-কান্নার সমন্বয়ে নির্মিত এ টেলিছবিটির।

আসছে ঈদে এটিএন বাংলায় প্রচার হবে টেলিছবিটি।

এলএ/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।