ঢাকাইয়া পোলা শাকিব খান! (ভিডিও)


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১২ জুলাই ২০১৫

ঢাকাইয়া পোলা শাকিব খান। সম্প্রতি প্রকাশ হয়েছে চলচ্চিত্র ‘লাভ ম্যারেজ’এ ট্রেলার। সেখানে শাকিব খানকে সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি পরে ঢাকার আঞ্চলিক ভাষায় সংলাপ দিতে দেখা গেছে। পাশাপাশি তিনি সংলাপেও নিজেকে ‘অরিজিনাল ঢাকাইয়া মাল’ হিসেবে ঘোষণা দিয়েছেন।

শুক্রবার প্রকাশিত লাভ ম্যারেজ ছবির চার মিনিট ২৯ সেকেন্ডের ট্রেইলারটিতে রয়েছে কিছু গানের ক্লিপ, অ্যাকশন দৃশ্য এবং বেশ কয়েকটি দৃশ্যাংশ।

ট্রেলারে দেখা যায় শাকিব নিজের প্রেম নিয়ে সংলাপ দিচ্ছেন, ‘লাভ ছাড়া ম্যারেজ করমু না। মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়া সাদিই করমু না।’

আরেক সংলাপে শাকিব ভিলেন মিশাকে হুমকি দেন, ‘আববে এই টাটা এই নয়া লগে বেশি পাঙ্গা লইস না। রাইত্যে ঘাড়ে মাথা লইয়া ঘুমাবি, মাগার সকাল বেলা জ্যাইগা মাথা খুঁইজা পাবি না।’

ট্রেইলারটিতে একটি আইটেম গানের দৃশ্যও সংযোজন করা হয়েছে। ‘উহ উহ ইশ, আমি দেখতে লালে লাল, গোল মরিচের ঝাল’- এমন কথার গানটির সঙ্গে নেচেছেন আইটেম কন্যা বিপাশা কবির।

তাপশী ঠাকুর প্রযোজিত লাভ ম্যারেজ সিনেমাটি পরিচালনা করেছেন শাহিন সুমন। এতে শাকিব খান, অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চুসহ অনেকে। ছবিটি আসছে ঈদে মুক্তি পাচ্ছে। এটি হবে শাকিব ও অপু বিশ্বাসের জুটি বেঁধে করা ৬৬তম ছবি।



এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।