জোভানের প্রিয়জন নাবিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

অনাকাঙ্ক্ষিতভাবে ফেসবুকে পরিচয় হয় রিফাত ও অধরার। নিজেদের পরিচয় গোপন রেখে একটা সময় দুজন দুজনকে ভালোবেসে ফেলে। নাটকীয়ভাবে রিফাত অধরাকে জানতে পারে কিন্তু অধরা রিফাতকে চেনে না। রিফাত নিজেকে আড়াল রেখে অধরার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে।

একদিন অধরা তার বান্ধবী নেহার কথায় তার মনের মানুষকে দেখা করতে বলে। এবার রিফাত সব সংকোচ ভেদ করে অধরার সম্মুখে দাঁড়াবে বলে সিদ্ধান্ত নেয়। বাঁধ হয়ে দাড়ায় রিফাতের বাবা। জানিয়ে দেয় অধরার সামনে যেতে পারবে না।

তখন রিফাত বাধ্য হয় রিফাতের বন্ধু নাবিলকে শৈশব সাজিয়ে অধরার সামনে হাজির করে। আসে বাঁকবদল। এমনই একটি গল্পে নতুন একটি নাটকে রিফাত ও অধরা চরিত্রে দেখা যাবে জোভান ও নাবিলাকে। কিছুদিন আগে রাজধানীর উত্তরাতে এর শুটিং সম্পন্ন হয়। নাটকের নাম ‘প্রিয়জন’।

আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রবিউল ইসলাম প্রধান। ‘প্রিয়জন’ নাটকটিতে আরো অভিনয় করেছেন সাদিয়া রুবায়েদ, দেব দ্বীপ দত্ত,ও বাসারুল মাসুম।

আহসান হাবিব সকাল বলেন, ‘অনেক দিন পর মিষ্টি সুন্দর একটি ভালোবাসার গল্প চিত্রনাট্য করলাম। আশা রাখছি ভালো লাগবে দর্শকের।’

জোভান বলেন, ‘গল্পটা ভালোবাসার। ফেসবুকে দুজনের পরিচয় হয় তারপর একটা রিলেশনশিপে যাই আমরা। সেখানে অনেক বাঁধার সম্মুখীন হই। চেনা একটা গল্প, ভিন্নতায় উপস্থাপনের চেষ্টা করেছি।’

নাবিলা ইসলাম বলেন, ‘জোভানের সঙ্গে আগেও জুটি হয়ে কাজ হয়েছি। সেগুলো প্রশংসিত হয়েছি। আশা করছি এবারের নাটকটিও মুগ্ধতা দেবে দর্শককে।’

নির্মাতা জানালেন, খুব শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচার হবে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।