ভিডিওতে সালমার ‘পাজর’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১০ জানুয়ারি ২০২০

মৌসুমী আক্তার সালমা। ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে সালমার আত্নপ্রকাশ ছিল অনেকটা চমকে দেয়ার মতো। বিচারক ও দর্শক ভোটে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন তিনি। ফোক গানে একটি নিজস্বতা তৈরি করেন। তার পর থেকে গান নিয়েই পথচলা তার।

এখন নিয়মিতই পথ চলছেন গানের সঙ্গে। বছরের দ্বিতীয় সপ্তাহে নতুন গান নিয়ে হাজির হলেন সালমা। প্রকাশ হয়েছে তার নতুন গান ‘পাঁজর’। জান্নাতুল ফেরদৌস মিলার লেখা গানটির সুর করেছেন জিয়াউদ্দিন আলম। গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

আর এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। ক্যামেরায় ছিলেন সানী খান। দৃষ্টিনন্দন এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন নিরব ইসলাম ও এসকে তৃষ্ণা। আর গানটি প্রকাশ হয়েছে এমআর বেস্ট মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে সালমা বললেন ,’গানটির কথা খুবই সুন্দর। কথার সাথে মিল রেখে এর সুর,সংগীত ও মিউজিক ভিডিওটিও দারুণ হয়েছে। আমি আশা করছি নতুন বছরের আমার এই প্রথম গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

গানটির সুরকার জিয়াউদ্দিন আলম বললেন,’সালমার গায়কী নিয়ে নতুন করে কিছু বলার নেই। অসাধারণ গেয়েছে গানটি সালমা। আর গানটির গীতিকার জান্নাতুল ফেরদৌস মিলাও খুব সুন্দর কথায় গানটি লিখেছেন। রেজওয়ান শেখ,সাইফুল ইসলাম রোমান,নিরব ইসলাম ও তৃষ্ণাকে ধন্যবাদ। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।