১৫ চিত্রশিল্পী নিয়ে দিনব্যাপী আর্ট ক্যাম্প

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৪ মার্চ ২০২০

মুজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে ১৩ মার্চ টিম গ্রুপ ও টুয়েলভ ক্লথিং লিমিটেডের সৌজন্যে দেশের ১৪ জন চিত্রশিল্পীদের নিয়ে দিনব্যাপী আর্ট ক্যাম্প আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বনানী ডিওএইচএস পরিষদের আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ হিল রাকিব এবং টুয়েলভ ক্লথিং লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মতিউর রহমান।

বাংলাদেশের প্রখ্যাত ১৫ জন চিত্র শিল্পীদের চিত্রাঙ্কন নিয়ে এই আয়োজন টি হয়। চিত্র শিল্পীদের মধ্যে ছিলেন রফিকুন্নবী, জামাল আহমেদ, শিশির ভট্টাচার্য, নিসার হোসেন, কামাল উদ্দিন, হেলাল, তুহিন, কংকন ও আরো অনেকেই।

বঙ্গবন্ধু এবং মুজিব শতবর্ষকে বিষয়বস্তু হিসেবে ধরে নিয়ে ছবিগুলো আঁকা হয়। পরবর্তিতে তাদের আঁকা ছবিগুলো অকশনের মাধ্যমে বিক্রি হবে। এ থেকে প্রাপ্ত আয় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বন্টন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।