প্রথমবার বরুণের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০

গুঞ্জনটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান ও 'কবীর সিং' ছবির নায়িকা কিয়ারা আদভানি। সেই গুঞ্জন আবারও নতুন করে উস্কে দিলেন বলিউডের বাজার বিশ্লেষক সোহেল খান।

১৭ সেপ্টেম্বর তিনি টুইটারে জানিয়েছেন, করণ জোহরের ধর্ম প্রোডাকশন থেকে একটি ছবিতে একসঙ্গে দেখা যাবে বরুণ-কিয়ারাকে।

সোহেল বলেন, 'যশরাজ ফিল্মসের মতো ধর্ম প্রোডাকশনও চলতি বছরে বিগ বাজেটে অনেক ছবির কাজ শুরু করবে৷ যেখানে শহিদ কাপুর, রনবীর সিংয়ের মতো তারকারা অভিনয় করবেন। একটি ছবিতে কাজ করবেন বরুণ ধাওয়ান। নাম ঠিক না হওয়া এই ছবিতে নায়িকা হিসেবে থাকবেন 'কবীর সিং'খ্যাত কিয়ারা আদভানি।

ছবিটি হবে রোমান্টিক কমেডি। পারিবারিক আবহের ছবিতে থাকবে তারকাদের মেলা। আর ছবিটি পরিচালনা করবেন রাজ মেহতা।

প্রসঙ্গত, বলিউডে নতুন প্রজন্মের দুই তারকা বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি। তাদের নামের পাশে রয়েছে ব্লকবাস্টার সিনেমা। এর আগে তারা ‘কলংক’ সিনেমার একটি গানে পারফর্ম করেছেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।