মা হওয়ার সিদ্ধান্ত একান্তই নারীর : মিথিলা

আজ বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষে মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন খ্যাতনামা ব্যক্তিরা। কেউ কেউ আবার তাদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন দিবসটি উপলক্ষে। অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা অন্যদের চেয়ে একটু ভিন্ন ধরনের কথা বললেন। দিবসটি ঘিরে মা হওয়ার সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতার কথা বললেন তিনি।
মা দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মিথিলা। সেখানে তিনি বলেন, ‘মা হওয়া বাধ্যতামূলক নয়। একজন নারী নিজে সিদ্ধান্ত নেবেন, তিনি আদৌ মা হতে চান কি-না। কারো ওপর সেটা চাপিয়ে দেয়া উচিত নয়।’
পাশাপাশি একজন মায়ের পারিপার্শ্বিক দায়িত্ববোধ নিয়েও তিনি কথা বলেছেন তিনি। মিথিলা বলেন, ‘একজন মায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলে তার দায়িত্ব ভাগ করে নেয়া উচিত। একই সঙ্গে মাতৃত্বকে উচ্চ স্থানে বসিয়ে মায়েদের ওপরে মানসিক চাপ দেয়াও ঠিক নয়।’
View this post on Instagram
এক্ষেত্রে মিথিলা কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘মায়েদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া দরকার। মানসিক ও শারীরিক সহায়তার প্রয়োজন তাদের। আর এ দায়িত্ব নেয়া উচিত বাবাদের। শুধু তাই নয়, সমাজের কাছ থেকেও ভরসা দরকার মায়েদের।’
তিনি মনে করেন, মায়েদের সুখে রাখতে হবে। তাহলেই পরবর্তী প্রজন্মকে তারা সেই অনুভূতির দিকে ঠেলে দিতে পারবেন। সন্তানদের মধ্যে দায়িত্ববোধ, মূল্যবোধ, সহানুভূতির বীজবপন হবে এভাবেই।
মিথিলা ও অভিনেতা-সঙ্গীতশিল্পী তাহসান খানের একমাত্র কন্যা আয়রা ৮-এ পা দিয়েছে গত মাসেই। আয়রাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিথিলা লিখেছিলেন, ‘তোমাকে পাওয়া আমার সৌভাগ্য। মাতৃত্বের আনন্দময় ৮ বছর’।
এআরএ/এমএস