আবারও হাসপাতালে টেলি সামাদ


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৬ নভেম্বর ২০১৪

আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা টেলি সামাদকে। পায়ের ব্যথাজনিত সমস্যায় শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। টেলি সামাদের স্ত্রী রেখা সামাদ এই তথ্য জানিয়েছেন।

রেখা সামাদ বলেন, গত ২০ অক্টোবর গ্যাংরিনজনিত সমস্যার কারণে অস্ত্রোপচারের মাধ্যমে টেলি সামাদের বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে বাসায় নেওয়া হয়। বাসায় আসার পর থেকেই বাঁ পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করতেন।

রেখা সামাদ আরও বলেন, ‘চিকিৎসকদের ব্যথার বিষয়টি জানালে তারা পুনরায় হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর শনিবার দুপুরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।