মৃত্যুশয্যায় কণ্ঠশিল্পী শারমিন, বাবা চাইলেন অর্থ সাহায্য ও দোয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২২ নভেম্বর ২০২১

গুরুতর অসুস্থ আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গানের চ্যাম্পিয়ন শারমিন আকতার। ১৪ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার রক্তে ইনফেকশন নতুন ব্লাড সেল উৎপন্ন হচ্ছে না।

রোববার তার বাবা বাউল শিল্পী হুমায়ুন কবির জানান, তার মেয়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন।

ঢামেক হাসপাতালে ভর্তির আগে দুদিন রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ছিলেন শারমিন। মূলত জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ডেঙ্গু টেস্ট করালে রেজাল্ট নেগেটিভ আসে। তবে জ্বর না কমায় সেখান থেকে নিয়ে আসা হয় ঢামেক হাসপাতালে।

পরে চ্যানেল আইয়ের ইবনে হাসান খানের কাছে বিষয়টি জানালে তার যোগাযোগে করে শারমিনের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই থেকে ১৪ দিন ধরে হাসপাতালে চিকিৎসা চলছে শারমিনের।

চিকিৎসকের বরাত দিয়ে শারমিনের বাবা বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, শারমিনের রক্তের সেল ক্রমেই নষ্ট হচ্ছে। তার শরীরে নতুন করে রক্ত উৎপাদন হচ্ছে না। তাই দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। গত ৯ দিন হাসপাতালের বেডে একই অবস্থায় পড়ে আছে। কোনো উন্নতি হচ্ছে না।’

jagonews24

আগামী দুদিন যদি শারমিনের অবস্থার উন্নতি না হয় তাহলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর বা ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান হুমায়ূন। তবে এজন্য প্রয়োজনীয় অর্থ নেই তার কাছে। তিনি জানান, কেউ যদি তার মেয়ের সাহায্যের জন্য এগিয়ে আসেন সেটা গ্রহণ করবেন।

সেই সঙ্গে মেয়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।

হুমায়ূন কবির বলেন, ‘আমরা তো বাউল গানের পরিবার। জীবনে টাকার লোভ কখনও ছিল না। টাকার পেছনে ছুটিনি। আর্থিক কষ্টও ছিল না পরিবারে। কিন্তু জীবনে এতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবো ভাবিনি। দুই বছর করোনার কারণে কোনো শো করতে পারিনি। তাই অন্যের অর্থ সাহায্য নিতেই হবে।’

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২০ বছর বয়সী শারমিন আকতার বাবা-মার সঙ্গে রাজধানীর দক্ষিণ বাড্ডায় বসবাস করেন। শারমিনের দাদা গান গাইতেন। শারমিনের বাবা হুমায়ূন সরকার একাধারে কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার।

বাব-দাদার পথ ধরেই শারমিন গানকে বেছে নেন জীবনের অংশ হিসেবে। তিনি ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান-২০১৬’তে চ্যাম্পিয়ন হন।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।