এবার বক্ষ বাড়াতে উৎসাহ জোগাবেন পুনম


প্রকাশিত: ১১:২৮ এএম, ২১ নভেম্বর ২০১৪

এবার বক্ষের আকার বাড়াতে উৎসাহ জোগাবে পুনম পান্ডে। এটা কোনও মজাদার ক্যাচলাইন নয়৷বরং ঘোর বাস্তব এবং অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। ভারতের প্রথম বক্ষ বৃদ্ধিকারক সংস্থা হিসেবে ব্রেক্সেলেন্ট আত্মপ্রকাশ করতে চলেছে এই দেশে।

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছেন পুনম পান্ডেকে। বিতর্কের অন্য নাম পুনম বলিউডে এখনও পর্যন্ত একটি ছবিতেই মুখ দেখিয়েছেন। ছাত্র-শিক্ষিকার দুরন্ত প্রেমের কাহিনিতে শরীরী ঝড় তুলে সাড়া জাগিয়েছিলেন তিনি। যদিও এটিই তাঁর আসল পরিচয় নয়।

শচীনের রেকর্ড রানের বাজিতে খোলামেলা হয়ে যাওয়া থেকে শুরু করে একাধিক বিতর্কিত ফটোশুটের দৌলতে সকলেই জানেন পুনম এবং শরীর শব্দ দুটো কতটা সমার্থক। তাই পুনমের চেয়ে বক্ষবৃদ্ধিকারক সংস্থার উপযুক্ত ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর কেই বা হতে পারতেন? অানুষ্ঠানিকভাবে ঘোষিত ভারতের প্রথম বক্ষবৃদ্ধিকারক সংস্থা ব্রেক্সেলেন্ট। তাই প্রথমবার ব্যবসায় আসার আগে বেশ গুছিয়েই নামতে চাইছেন তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।