বাবার জন্য দোয়া চাইলেন তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। গত ১২ ফেব্রুয়ারি রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার বাবা। সদ্য প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

নিজের ফেসবুক পেজে পোস্ট করে তানজিন তিশা লেখেন, ‘আমার আব্বু জনাব আবুল কাশেম মুন্সি ১২ ফেব্রুয়ারি রোজ শনিবার ইন্তেকাল করেন। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।’

গত বছরের আগস্টে তিশার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল। তবে ৯ আগস্ট ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী তার বাবার সুস্থতার খবর জানিয়েছিলেন।

সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়েন তিশার বাবা। এ যাত্রা আর বেঁচে ফিরতে পারলেন না তিনি। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

এমআই/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।