ভাতের জন্য পরিশ্রম করি কিন্তু ভাত খেতে পারি না: ফারিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৫ এপ্রিল ২০২২
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ভাত খেতে না পারার আক্ষেপ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুকে ফারিয়া লিখেছেন, ‘ভাতের জন্য পরিশ্রম করি। কিন্তু ভাত খেতে পারি না।’ এটা লেখার পর হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘অ্যাকট্রেস লাইফ।’

নুসরাত ফারিয়া সম্পর্কে যারা খোঁজ-খবর রাখেন, তারা হয়তো এই নায়িকার লাইফস্টাইল সম্পর্কে ধারণাও রাখেন। ঢাকাই ছবির অন্য ৮-১০ জন নায়িকাদের মতো তিনি নন। নিজের ফিটনেস সম্পর্কে বেশ সচেতন ফারিয়া।

তিনি নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়ামাগারে ঘাম ঝরান। ডায়েটেবান্ধব খাদ্যতালিকা অনুসরণ করেন। যে তালিকায় ভাত নেই বললেই চলে।

নুসরাত ফারিয়া দুই বাংলার ছবিতেই নিয়মিত অভিনয় করছেন। জানা গেছে, ফারিয়া বর্তমানে কোলকাতায় অবস্থান করছেন। সেখানে বেশ কিছু স্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি। শুরু করবেন বিজ্ঞাপনের কাজও।

এর বাইরে সম্প্রতি ‘দ্য বক্স’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ শেষ করেছেন ফারিয়া। গত ৮-১০ এপ্রিল তিনদিন অনুষ্ঠানটির দৃশ্য ধারণ করা হয়।

এমআই/এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।