রংমিস্ত্রি অপূর্বর প্রেমে মজেছেন উচ্চবিত্ত কেয়া পায়েল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২২ এপ্রিল ২০২২

মজিদ ছোটবেলায় চিত্রশিল্পী হতে চাইলেও ভাগ্যের নির্মমতায় হয়ে যান রংমিস্ত্রি। থাকেন বস্তিতে। অন্যদিকে উচ্চবিত্ত পরিবারের মেয়ে লীনা। যার বিয়ে উপলক্ষে বাড়ি রং করার কাজ পায় মজিদ।

দু’জনার সামাজিক অবস্থান আকাশ পাতাল হলেও রংয়ের সুবাদে- হয় পরিচয় ও সখ্যতা।

মুনতাহা বৃত্তার এমন চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে ঈদের বিশেষ নাটক তৈরি হয়েছে। এতে রংমিস্ত্রি মজিদের চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব এবং উচ্চবিত্ত লীনা চরিত্রে কেয়া পায়েল। নাটকটির নাম ‘রং ঢং’।

নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা রিংকু জানান, ‘নাটকটির শুরুটা দেখলে অনেকেই আগাম যেটা ধরে নেবেন, সেটা কিন্তু নয়। এই নাটকের মূল গল্প প্রেমের, তবে সেখানে রয়েছে অন্যরকম বিস্ময়। আমার বিশ্বাস, দর্শকরা নাটকের শেষটা দেখলে চমকে যাবেন।’

জানা গেছে, ঈদের বিশেষ আয়োজনে ‘রং ঢং’ নাটকটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।