ভিসতা ইলেকট্রনিক্সে পরিচালক পদে যোগ দিলেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৬ মে ২০২২

নন্দিত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এখন আর অভিনয়ে নিয়মিত নন। নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে সক্রিয় আছেন।

সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির।

এবার তিনি উদ্যোক্তা হতে যাচ্ছেন। উদ্যোক্তা পরিচালক হিসেবে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে যোগ দিচ্ছেন এ অভিনেতা।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ভিসতা ইলেক্ট্রনিক্সের পরিচালক উদয় হাকিম।

জানা গেছে, ইলিয়াস কাঞ্চনকে ভিসতা বরণ করে নিতে এক গ্রান্ড রিসিপশনের আয়োজন করা হয়েছ। আগামীকাল রাজধানীর এক অভিজাত হোটেলে এটি অনুষ্ঠিত হবে।

এমআই/জিকেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।