ছোটপর্দায় ব্যস্ত স্বাগতা
প্রিয়দর্শিনী অভিনেত্রী জিনাত সানু স্বাগতা এক সময় দুই পর্দাতেই সমানতালে অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন। এখন ছোটপর্দায় স্থায়ী আসন লাভ করলেও বড়পর্দা নিয়ে অনেকটাই হতাশ তিনি। কারণ এ মাধ্যমে অভিনয়ের ইচ্ছে থাকলেও তার হাতে কোনো ছবি নেই। তাছাড়া মাঝেমধ্যে দু-একটি ছবির প্রস্তাব এলেও তা ব্যাটে-বলে মিলছে না।
এ প্রসঙ্গে স্বাগতা বলেন, `অনেক দিন ধরে মানসম্পন্ন ছবির প্রস্তাব পাচ্ছি না। অন্যদিকে ছোটপর্দায় কাজ করতে করতে এমন অবস্থায় এসে দাঁড়িয়েছি, সিডিউলও ফাঁকা নেই। তবে আমার আবারও বড়পর্দায় নিয়মিত হওয়ার ইচ্ছে আছে। হাতের কাজ শেষ করে চলচ্চিত্রে অভিনয়ের বিষয়টিকে প্রাধান্য দেব। তবে এ ক্ষেত্রে কতটুকু সফল হব, তা বলতে পারছি না। শৈশবে স্বাগতা `টপ মাস্তান` ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেন। তবে নায়িকা চরিত্রে প্রথমবার `শত্রু শত্রু খেলা` ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন।
তার অভিনীত অন্যান্য ছবির মধ্যে রয়েছে, `কোটি টাকার ফকির`, `লিনজা`, `সম্মান`, `সতীপুত্র আবদুল্লাহ`, `অশান্ত মন`, `ডুবসাঁতার` ও `ফিরে এসো বেহুলা`। সর্বশেষ ২০০৯ সালে সরকারি অনুদানে নির্মিত `সূচনা রেখার দিকে` ছবিতে অভিনয় করেন স্বাগতা। এরপর পাঁচ-পাঁচটি বছর পেরিয়ে গেলেও তাকে নতুন ছবিতে দেখা যায়নি। এ প্রসঙ্গে স্বাগতা আরো বলেন, `কিছুদিন টিভি নাটকের পাশাপাশি গান নিয়েও বেশ ব্যস্ত ছিলাম। এ কারণে চলচ্চিত্রের বিষয়টিকে ততটা গুরুত্ব দেই নি। কিন্তু ইদানীং সঙ্গীতচর্চা কমিয়ে দিয়েছি। সে কারণে চলচ্চিত্রের বিষয়টি নিয়ে আবারো ভাবতে হচ্ছে।`
বর্তমানে স্বাগতা `দলছুট প্রজাপতি` শিরোনামে নতুন একটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। এতে তিন বোনের মধ্যে তিনি ছোট বোনের চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকটি প্রচার হওয়ার পর থেকেই ভালো সাড়া পাচ্ছেন। সেই সঙ্গে তিনি আরো কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এগুলোর মধ্যে রয়েছে, `অন্দরমহল`, `সুখপাখি আগুন ডানা`, `ধন্যি মেয়ে`, `অপূর্বা` ইত্যাদি।
অতি সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। ডেকোর এ বিজ্ঞাপনটি এরই মধ্যে প্রচার শুরু হয়েছে। এ প্রসঙ্গে স্বাগতা বলেন, `এ বিজ্ঞাপনটি থেকে ভালো সাড়া পেয়েছি। বিজ্ঞাপন মানেই কিছু সময় পরপর দর্শকদের সমানে উপস্থিত হওয়া। তাই বিজ্ঞাপনের প্রতি আমার অনেক আগ্রহ রয়েছে। মানসম্পন্ন বিজ্ঞাপনের প্রস্তাব পেলে ভবিষ্যতেও নির্দ্বিধায় কাজ করব।`