পুলিশ অফিসার নিরব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন। ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। এবার তাকে দেখা যাবে একটি বিজ্ঞাপনে পুলিশ অফিসারের চরিত্রে।

নিরব বলেন, অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করছি। আরও ভালো লাগছে এটা একটি গণমাধ্যমের বিজ্ঞাপন। দেশপ্রেমকে ধারণ করে দেশের মানুষকে তথ্যের সেবা দিতে আসছে প্রতিষ্ঠানটি। তাদের পথচলার সঙ্গী হতে পেরে ভালো লাগছে।

নিরব জানান, সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে মানিকগঞ্জে শুটিং শুরু হয়েছে বিজ্ঞাপনটির। এতে আরও আছেন অভিনেতা ফারুক আহমেদ, বড়দা মিঠুসহ অনেকেই।

জানা গেছে, নতুন গণমাধ্যমের জন্য তৈরি বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। এখানেই হাজির হবেন পুলিশ অফিসার রায়হান চরিত্রে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন পরিচালক অনন্য মামুন।

এমআই/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।