রিয়েল লাইফ প্রেমে সোনাক্ষী


প্রকাশিত: ০৩:০২ এএম, ০১ ডিসেম্বর ২০১৪

আমি কথা বলছি চার দশকের সেই প্রচলিত প্রেম কাহিনীর। যে গল্পের নায়ক একজন কবি, সেই সঙ্গে উদীয়মান গীতিকারও। যার আলাপ হয় একটি মেয়ের সঙ্গে। পরে এই আলাপের সূত্র ধরেই তাঁরা একে অপরের সঙ্গে ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন।

বলিউডের ইতিহাসে এইরকম প্রেমের কাহিনীর ভূরি ভূরি উদাহরণ আছে। কিন্তু এই কাহিনীটা কোন রূপকথার গল্প নয়, বিখ্যাত কবি ও গীতিকার সাহির লুধিয়ানভি ও অমৃতা পুরীর প্রণয়কাহিনী। এদের প্রেমকাহিনী এবার ধরা পড়বে সেলুলয়েডে।

শোনা যাচ্ছিল, এই প্রণয়কাহিনীতে অমৃতার চরিত্রে অভিনয় করবেন বলিউডের হট ডিভা প্রিয়াঙ্কা চোপড়া অন্যদিকে সাহির লুধিয়ানভি চরিত্রে অর্জুন কাপুর। কিন্তু সব জল্পনায় জল ঢেলে সামনে এল এই ছবির নায়িকার নাম।

অমৃতা পুরীর চরিত্রে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সোনাক্ষী সিনহাকে এবং তাঁর স্বামী ইমরোজির চরিত্রে এই ছবিতে অভিনয় করবেন ফাওয়াদ খানকে।

তবে এখন পর্যন্ত সাহির লুধিয়ানভির চরিত্রের জন্য কাউকে নির্দিষ্ট করা হয়নি। তবে জল্পনা শোনা যাচ্ছে এই কবির চরিত্রে অর্জুন কাপুরকেই শেষমেশ দেখা যেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।