‘পোড়ামন-৩’ সিনেমার নায়িকা হয়ে আসছেন প্রেমা

‘গল্প লেখা শেষ হলে নায়ক নির্বাচন’

মইনুল ইসলাম
মইনুল ইসলাম মইনুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৯ নভেম্বর ২০২২

জাজের ব্যবসা সফল দুটি সিনেমা ‘পোড়ামন’ এবং ‘পোড়ামন-২’। এবার এই সিনেমার সিক্যুয়েল ‘পোড়ামন-৩’ নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আজ ‘পোড়ামন-৩’ সিনেমার নায়িকা প্রেমা ইসলামের ছবি প্রকাশ করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমার নায়ক এখনও নির্বাচন করা হয়নি। গল্প লেখা শেষ হলে নায়ক ঠিক করা হবে। শুটিং শুরু হবে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে। কাহিনি ও সংলাপ লিখবেন আবদুল আজিজ।

jagonews24

পোড়ামন-৩’ সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক রায়হান রাফি। এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

jagonews24

সিনেমার নায়িকা প্রেমাকে কীভাবে নির্বাচন করলেন-জানতে চাইলে আবদুল আজিজ বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেছে প্রেমা। তারপর তার অডিশন নিয়েছি। এরই মধ্যে তাকে অভিনয়ের যাবতীয় বিষয়ে প্রশিক্ষণও দিয়েছি।

jagonews24

সিনেমা নির্মাণের বিষয়ে পরিচালক রায়হান রাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, ‘এই মুহূর্তে আমি সিনেমার বিষয়ে কিছুই জানি না। আবদুল আজিজ ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর আমি বিস্তারিত বলতে পারব। এখন সিনেমার বিষয়ে কিছু বলতে পারছি না।’

এমআই/এমএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।