একই গাড়িতে শাহরুখ-ঐশ্বর্য


প্রকাশিত: ০২:০১ পিএম, ০১ ডিসেম্বর ২০১৪

বলিউডের হলটা কি? দক্ষিণী ছবি নয় এখন হিন্দি ছবির রিমেক চলছে। আর এই রিমেনে বারবার অভিনয়ের ক্ষমতার পরীক্ষা দিচ্ছেন বলিউডের কিং খান। ‘ডন’,‘দেবদাস’-এরপর এবার ‘চলতি কা নাম গাড়ি’।

এসআর কে এবার কিশোর কুমারের আপনভোলা চরিত্র ফুটিয়ে তুলবেন, সঙ্গে ‘দেবদাস’-এর রসায়নের কথা মাথায় রেখে বচ্চন পরিবারের বধূ। ‘সিংহম’ পরিচালক রোহিত শেট্টি পাঁচের দশকের এই ছবিটির রিমেক বানাতে চলেছেন।

১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চলতি কা নাম গাড়ি’ ছবিটিতে অভিনয় করেছিলেন সেকালের হিট জোরি কিশোর কুমার আর মধুবালা। এবার সেই জুটির জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে ময়দানে নামছেন শাহরুখ-ঐশ্বর্য জুটি।

তবে শোনা যাচ্ছে এই ছবিটিতে মধুবালার চরিত্রে রোহিতের প্রথম পছন্দ ছিল কাজল। কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যা থাকায় এই ছবিটি করতে রাজি হননি কাজল। তাই পরে পরিচালক অভিষেক ঘরণীকেই এই চরিত্রের জন্য অফার করেন। আপাতত আরাধ্যা জননী এখন বলিউডে তাঁর কামব্যক ছবি ‘জসবা’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।