শুটিং সেটে ডলি জহুরের সম্মাননা উদযাপন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ১১ মার্চ ২০২৩

সদ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন খ্যাতিমান অভিনেত্রী ডলি জহুর। এ আনন্দ ভাগাভাগি করে নিতে দীপ্ত টিভির নিয়মিত ধারাবাহিক নাটক ‘জবা’র সেটে আয়োজিত হয় এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান।

কেক কেটে ডলি জহুরের সম্মাননাকে উদযাপন করতে উপস্থিত ছিলেন জবা ধারাবাহিকটির পরিচালক আশিস রয় এবং লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়া ধারাবাহিক নাটকটির অভিনয়শিল্পীসহ অন্যান্য কলাকুশলীও অনুষ্ঠানটিতে অংশ নেন।

jagonews24

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

এ প্রসঙ্গে প্রোডিউসার জাহিদুল ইসলাম বলেন, ধারাবাহিক নাটক ‘জবা’য় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। যা শিগগির দেখা যাবে দীপ্ত টিভিতে। ডলি জহুরের এমন উজ্জ্বল সাফল্যে দীপ্ত টিভি গর্বিত।

দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘জবা‘ প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। নাটকটির চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান, সংলাপ কলিন রড্রিক এবং চিত্রনাট্য সম্পাদনায় আছেন নাসিমুল হাসান। ধারাবাহিটিতে আরও অভিনয় করেছেন রেজমিন সেতু, সোহান খান, শিল্পী সরকার অপু, শাহ আলম দুলাল, আইনুন পুতুল, সায়েম সামাদ, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়াসহ অনেকে।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।