রাজনীতিতে আসছেন না ঋতুপর্ণা
রাজনীতিতে অনাগ্রহী টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ব্যক্তিগতভাবে তিনি রাজনীতি মোটেও পছন্দ করেন না। সে কারণে ভবিষ্যতেও তার রাজনীতিতে নাম লেখানোর কোনো সম্ভবনা নেই।
তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, ঋতুপর্ণা রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন। বিজেপিতে যোগ দেবেন তিনি। শুধু তাই নয়; দিল্লীতে বিজেপির নেতাদের সঙ্গে এ বিষয়ে তার বৈঠকও হয়েছে। এ খবর প্রকাশের পর পশ্চিমবঙ্গের শিল্পী-বুদ্ধিজীবী মহলে চাঞ্চল্য পড়ে যায়। এ নিয়ে কলকাতার গণমাধ্যমগুলোও বেশ সরব ছিল। তবে রাজনীতিতে যোগদানের এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা।
এ প্রসঙ্গে টালিগঞ্জের জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, `ব্যক্তিগত কাজে আমি দিল্লীতে অবস্থান করলেও আমার সঙ্গে কোনো বিজেপি নেতার সাক্ষাৎ হয়নি। তবে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভীষণ শ্রদ্ধা করি। আমি মনে করি, তিনি একজন আদর্শ রাজনীতিবিদ। তবে আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই।`
৪৩ বছর বয়সী ঋতুপর্ণা আরো জানান, অভিনয়ের প্ল্যাটফর্মই তার জন্য যথার্থ। তিনি আজীবন অভিনয় নিয়েই থাকতে চান।