মাহিয়া মাহির ফারিশতায় বাহারি ইফতারির পসরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৫ মার্চ ২০২৩

চিত্রনায়িকা মাহিয়া মাহি এবারও তার ফারিশতা রেস্টুরেন্টে নানান পদের বাহারি খাবার নিয়ে সাজিয়েছেন ইফতারির পসরা। প্রথম রোজায় রেস্টুরেন্টে নিজে উপস্থিত থেকে ক্রেতাদের আকৃষ্ট করেছেন, সার্বিক কার্যক্রম তদারক করেছেন।

শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম দিন বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তেলিপাড়া এলাকায় ফারিশতায় দেখা যায় তাকে।

মাহিয়া মাহি এসময় ফেসবুকে লাইভ করে ফারিশতার ইফতার আয়োজন তুলে ধরেন। তার স্বামী রকিব সরকার ছিলেন তার সঙ্গে।

ফারিশতার ব্যবস্থাপক তানিম আহমেদ জানান, সারাদিন রোজা রেখে ইফতারি তৈরি করে আমরা (স্টাফরা) ক্লান্ত ছিলাম। সবাই ব্যস্ত সময় পার করছিল। হঠাৎ ম্যাডাম (মাহিয়া মাহি) এসে আমাদের সঙ্গে যুক্ত হলেন। সবার সঙ্গে কথা বলে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দিলেন। সবার শরীরে ক্লান্তি থাকলেও ম্যাডামের উপস্থিতি অনুপ্রাণিত করেছে।

আরও পড়ুন: দুপুরে কারাগারে, বিকেলে জামিন পেলেন মাহি

তিনি আরও জানান, খাবারের মান ঠিক রেখে স্বল্প দাম নির্ধারণ করে ত্রিশের বেশি সামগ্রী নিয়ে সাজানো হয়েছে ফারিশতার ইফতারি। ফারিশতার ইফতারি বিক্রির প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন: আমি সর্বোচ্চ সম্মানিত হয়েছি: মাহি

মো. আমিনুল ইসলাম/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।