জাপানিরাও রবীন্দ্রনাথের গান চর্চা করছে: তপন মাহমুদ

মিজানুর রহমান মিথুন
মিজানুর রহমান মিথুন মিজানুর রহমান মিথুন , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৮ মে ২০২৩

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। এ উপলক্ষে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদের সঙ্গে কথা হয়েছে। শিল্পীর নিজস্ব রবীন্দ্র ভাবনা জানিয়েছেন জাগো নিউজকে। তার সঙ্গে কথা বলেছেন মিজানুর রহমান মিথুন

এবারের রবীন্দ্র জন্মজয়ন্তীতে দেশে নেই আমি...
সম্প্রতি আমি অস্ট্রেলিয়া এসেছি। আমার দুই মেয়ে এখানে থাকে। আরও বেশ কিছু দিন থাকবো এখানে। কবে দেশে ফিরবো তা এখনো ঠিক বলতে পারছি না।

আরও পড়ুন: তরুণরাও এখন আগ্রহ নিয়ে রবীন্দ্রসংগীত শুনছে : অপর্ণা খান

এবারও জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসংগীত উৎসব...
প্রতিবারের মতো এবারও রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করা হয়েছে। ১২ ও ১৩ মে এই দুদিন রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করা হবে। এবার উৎসবের প্রতিপাদ্য- ‘করিস নে লাজ, করিস নে ভয়/ আপনাকে তুই করে নে জয়।’

দেশের রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান মিস করছি...
প্রতিবারের রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সরাসির উপস্থিত থাকি। যথাযথ গুরুত্বের সঙ্গে অনুষ্ঠান পালন করি। এবার অস্ট্রেলিয়া বসে অনুষ্ঠানের বিভিন্ন দিক-নির্দেশনা দিচ্ছি। তবে নিজে উপস্থিত থাকতে না পেরে অনুষ্ঠানটি ভীষণভাবে মিস করছি।

অস্ট্রেলিয়াতে রবীন্দ্র জন্মবার্ষিকীতে নেই তেমন আয়োজন...
অস্ট্রেলিয়াকে বাংলা ভাষা-ভাষী মানুষ বসবাস করলেও সংখ্যায় তা উল্লেখযোগ্য নয়। তাই রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে তেমন কোনো আয়োজন নেই।

আরও পড়ুন: রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার অসুস্থ, দিল্লিতে চিকিৎসাধীন

জন্মজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা...
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম না হলে আমাদের শিল্প-সাহিত্য, সংস্কৃতি অঙ্গন অপূর্ণ থেকে যেতো। বিশেষ করে সংগীতেরে ক্ষেত্রে তিনি যে অবদান রেখে গেছেন তা বিস্ময়কর বটে। মহান এ সাহিত্য ও সংগীত স্রষ্টার জন্মজয়ন্তীতে তার স্মৃতির প্রতি সুগভীর শ্রদ্ধা নিবেন করছি। রবী ঠাকুরের অমর সৃষ্টি রবীন্দ্রসংগীত চর্চা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রবীন্দ্রসংগীত আমার সব প্রেরণার উৎস।

এই সময়ে রবীন্দ্রসংগীত...
রবীন্দ্রসংগীত সব সময়ে আমাদের জীবনে প্রাসঙ্গকি। বিশেষ বর্তমান অস্তির সময়ে রবীন্দ্রনাথের গানের বাণী আরও বেশি করে উপলদ্ধি করা প্রয়োজন। সমরে, সংগ্রামে, সংকটে, প্রেমে, পূণ্যে, শান্তিতে রবীন্দ্রনাথ আমাদের প্রেরণা যোগায়। রবীন্দ্রসংগীতের মর্মবাণী আমরা গভীরভাবে উপলদ্ধি করতে পারলে মুক্তির পথ খুঁজে পাব। ব্যক্তি জীবনে আমি জীবনের প্রতিটি ধাপে রবীন্দ্র সংগীতে আশ্রয় গ্রহণ করি।

জাপানিরাও রবীন্দ্রনাথের গান চর্চা করছে: তপন মাহমুদ

রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ

বিদেশিদের রবীন্দ্রসংগীত সাধনা...
অনেক বিদেশি সংগীতশিল্পী রবীন্দ্রসংগীতে মুগ্ধ হয়ে নিজেরা তা গাওয়ার চেষ্টাও করছেন। অনেকে নিয়মিত গাইছেনও। এ সব শিল্পীদের রবীন্দ্রসংগীত পরিবেশনে আমার আপত্তি রয়েছে। কেননা তাদের পরিবেশিত রবীন্দ্রসংগীত শুনে আমার মনে হয়েছে এরা গানের বিকৃতি করে যাচ্ছেন। রবীন্দ্রসংগীত পৃথিবীর যে কেউ গাইতে পারেন। তবে তা হতে হবে আদি সুরে। সে ক্ষেত্রে যথাযথ চর্চার মাধ্যমে এ সংগীতকে আয়ত্ব করে তারপরে পরিবেশন করতে হবে।

জাপান ও আমেরিকাতে রবীন্দ্রচর্চা...
জাপানে বেশ গুরুত্বের সঙ্গে রবীন্দ্র চর্চা হচ্ছে। রবীন্দ্রনাথের গান সেখানে বিশুদ্ধভাবে চর্চা করছেন জাপানিরা। হয়তো বিষয়টি আমদের অনেকেরই অজানা। অন্যদিকে আমেরিকার নিউইয়র্কসহ বেশ কয়েকটি রাজ্যে প্রবাসী বাংলা ভাষাভাষীদের রবীন্দ্রসাহিত্য চর্চা ও রবীন্দ্রসংগীত চর্চা দেখে সেখানকার নাগরিকরাও রবীন্দ্র সাধনায় ঝুঁকছেন।

দিন শেষে আমরা রবীন্দ্রনাথেই ফিরে আসি...
সাময়িক বিভিন্ন ঢামাডোলের মধ্যে আর্তিত হয়ে রবীন্দ্রনাথ থেকে দূরে সরে যাই। কিন্তু দিন শেষে আমরা আবার রবীন্দ্রনাথেই ফিরে আসি। যতদিন শুদ্ধ বাংলা ভাষা বলা হবে, বাংলা ভাষা লেখা হবে, যতদিন বাংলা সাহিত্য থাকবে ততদিন রবীন্দ্রনাথ আমাদের মাঝে থাকবেন।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।