দীর্ঘ বিরতির পর আবারও গানে ফিরছেন রানা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ৩১ মে ২০২৩

দীর্ঘ বিরতির পর আবারও নতুন গানে ফিরলেন উপস্থাপক, সংগীত শিল্পী ও সংগীত পরিচালক এইচ এম রানা। জাকির হোসেন ঊজ্জ্বলের রচনায় ও ফরিদুল হাসানের পরিচালনায় ফাঁপর নামক একটি মেগা সিরিয়ালের টাইটেল সং দিয়ে আবারও কাজে ফিরলেন ক্লোজআপ ওয়ান তারকা রানা।

সিরিয়ালটির সেল্ফ টাইটেল ফাঁপর এর শিরোনামেই হিপহপ গানটির কণ্ঠ দেয়ার পাশাপাশি এর কথা, সুর, ও সংগীত পরিচালনা করেছেন এইচ এম রানা নিজেই। আর এর সংগীতায়োজনে ছিলেন শিহাব রিপন।

আরও পড়ুন: আশরাফুল পাভেলের নতুন গান ‘খুঁজি তোমারে’

গানটি প্রসঙ্গে রানা বলেন ফাঁপর গানটিতে দর্শক শ্রোতা সমাজের বাস্তব কিছু অসঙ্গতি দেখতে ও শুনতে পারবেন। রানা বলেন কাজটি করতে গিয়ে আমার অনেক রকমের এক্সপিরিমেন্ট ও এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে কাজটি নিয়ে আমি খুউব আশাবাদি। অল্প কিছুদিনের মধ্যেই দর্শক শ্রোতা বাংলাভিশনে এই মেগা সিরিয়ালটি দেখতে পাবেন।

নতুন মৌলিক গান আর টিভি উপস্থাপনার বিষয়ে রানা জানান নতুন বেশ কিছু গান রেডি আছে এইগুলো সময় সুযোগ অনুযায়ী প্রকাশ হতে থাকবে। এছাড়াও নতুন দুইটি সেলিব্রেটি টিভি শো নিয়ে শীঘ্রই দর্শক শ্রোতাদের মাঝে আবারও উপস্থাপনায় ফিরছেন এই সংগীতশিল্পী।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।