দুর্ঘটনার কবলে বিপাশা
ভৌতিক ছবি ‘অ্যালোন’ নির্মাণ করছেন ‘১৯২০: এভিল রিটার্নস’খ্যাত বলিউডের চলচ্চিত্র নির্মাতা ভূষণ প্যাটেল। ছবিটিতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে জুটি বেঁধেছেন বিপাশা।
বিপাশা বসু ‘অ্যালোন’ ছবির জন্য কেরালায় জেট-স্কিতে চেপে অভিনয় করতে যান। আর শুটিংয়ের একপর্যায়ে জেট-স্কি থেকে পানিতে পড়ে যান বিপাশা। সাঁতার না জানায় পানিতে প্রায় ডুবে যাচ্ছিলেন। এ সময় পানিতে ঝাঁপিয়ে পড়ে তাঁকে উদ্ধার করেন তাঁর সহ-অভিনেতা করণ সিং গ্রোভার।
সম্প্রতি কেরালায় ছবিটির শুটিংয়ে করণ জেট-স্কি চালাচ্ছিলেন। আর তাঁর পেছনে বসে ছিলেন বিপাশা। শুটিংয়ের একপর্যায়ে করণ জেট-স্কি দ্রুত ঘোরাতে গেলে বিপাশা পানিতে পড়ে যান। তখন ছবির দলের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে বেশ খানিকটা দূরে ছিলেন। এ অবস্থায় করণ পানিতে ঝাঁপ দিয়ে বিপাশাকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেন। কিছুক্ষণ পর একটি নৌকায় করে বিপাশাকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় বিপাশা ভয় পেলেও পরে শুটিং শেষ করেন।