ডলি সায়ন্তনীর কণ্ঠে নতুন ৩ গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২২ জুলাই ২০২৩

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী এখনো গানে নিয়মিত। নিজের নামে তৈরি ইউটিউব চ্যানেলে পুরোনো গানের পাশাপাশি নতুন গানও প্রকাশ করেন নিয়মিত। তবে অন্যান্য প্রযোজনা সংস্থা থেকেও তার গান প্রকাশ হয়।

এর মধ্যে রয়েছে দুটি মৌলিক ও একটি লালনগীতি। ‘একতরফা বাইসা ভালো’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ।

আরও পড়ুন: এখন ব্যবসায়ী ডলি সায়ন্তনী

‘মন পবনের নাও’ গানটি লিখেছেন লালন লোহানী, সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজনে মুশফিক লিটু। এছাড়া ‘ভবে কেউ কারো নয়’ লালনগীতিটি নতুন করে সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

নতুন তিন গান নিয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘তিনটি গানের জন্যই ভালো সাড়া পাচ্ছি। যথেষ্ট শ্রুতিমধুর, একটি আরেকটির চেয়ে আলাদা। তাই বলা যায় সব ধরনের শ্রোতার কাছে আমার নতুন গানগুলো উপভোগ্য হবে। গানগুলোর মিউজিক ভিডিও যারা দেখেছেন, তারা ভালো লাগার কথা জানিয়েছেন।

আরও পড়ুন: যেমন কাটছে ডলি সায়ন্তনীর দিনকাল

এখন তো আর সিডি বা ক্যাসেটে গান হয় না। গান হয় অনলাইনে, ইউটিউবে। শ্রোতারা এখন গান শোনার পাশাপাশি দেখতে পছন্দ করেন। তাই গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর দিকে মনোযোগ বাড়িয়েছি। যারা এখনো গানগুলো শোনেনি, তারা আমার কণ্ঠের নতুন গানগুলো শুনতে পারেন। আশা করছি, ভালো লাগবে।’

‘একতরফা বাইসা ভালো’ ও ‘ভবে কেউ কারো নয়’ গান দুটি প্রকাশিত হয়েছে ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। অন্যদিকে ‘মন পবনের নাও’ গানটি প্রকাশিত হয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।