‘মিস এভারগ্রিন’ বাংলাদেশ প্রতিযোগিতার নিবন্ধন চলছে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৭ আগস্ট ২০২৩

‘মিস এভারগ্রিন’ বাংলাদেশ প্রতিযোগিতার নিবন্ধন চলছে শিগগিরই শুরু হচ্ছে ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ প্রতিযোগিতা। এরই মধ্যে নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়েছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তরুণীরা এতে অংশ নিতে পারবেন।

আরও পড়ুন: হুয়াওয়ের সঙ্গে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী

বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং অবিবাহিত। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক কিংবা ও-লেভেল পাস। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট।

নিবন্ধন করা যাবে বিনা মূল্যে। বিস্তারিত জানা ও আবেদনপত্র পাওয়া যাবে ফেইসবুক লিংকে। প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার মেসবাহ্-উল-আলম সাজু বলেন, এর আগে দেশে নানা ধরনের সৃজনশীল মেধা অন্বেষণ হয়েছে। তবে আমরা সেসব ধারার বাইরে কিছু করার চিন্তা করছি।

আরও পড়ুন: কেমন আছেন মিস বাংলাদেশ

সে লক্ষেই এ প্রতিযোগিতার আয়োজন। আশা করি এর মাধ্যমে নতুন কিছু মেধাবী মুখ অন্বেষণ করতে পারব, যারা দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।