শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন

সারাদেশে দেখা যাবে ‘বঙ্গমাতা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৮ আগস্ট ২০২৩

আজ (৮ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। আর এ দিনটি উপলক্ষে মুক্তি পেয়েছে গৌতম কৈরী পরিচালিত ও জ্যোতিকা জ্যোতি অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’।

সোমবার (৭ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার অবদান দেশব্যাপী তুলে ধরতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ চলচ্চিত্রটি নির্মাণ করেছে। বাংলাদেশের ইতিহাসে বঙ্গমাতাকে নিয়ে এটিই প্রথম সিনেমা।

jagonews24

আরও পড়ুন: জাতীয় নাট্যশালা ‘বঙ্গমাতা’ সিনেমার প্রিমিয়ার

সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, আজ ৮ আগস্ট দেশের সব শিল্পকলা একাডেমিসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সব সংস্থায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে মাসজুড়ে চলচ্চিত্রটির শো চলবে। এছাড়াও দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও উপজেলা পর্যায়ে বিশেষভাবে প্রদর্শনের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

jagonews24

‘বঙ্গমাতা’ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন মুনির আহমেদ শাকিল, ফারজানা ছবি, সুহাসিনী মেঘলা টুপুর, খলিলুর রহমান কাদরী, লাবণ্য চৌধুরী, অধ্যয়ন দৃশ্য প্রমুখ।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।