এফ এ প্রিতমের ‘ও জানের জান’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

বর্তমান সময়ের সম্ভাবনাময় সংগীতশিল্পী এফ এ প্রীতম। তরুণ এ সংগীতশিল্পীর সুর ও সংগীত আয়োজনে গানগুলো সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে বেশ। এবার সুর, সংগীত আয়োজনের পাশাপাশি নিজের কণ্ঠে নতুন গান প্রকাশ করেছেন।

আরও পড়ুন: নচিকেতার সুরে সামিনা চৌধুরীর ‘আমি ভালো নেই’

গানের শিরোনাম ‘ও জানের জান’। গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর। এতে এফ এ প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌমিতা আফরোজ।

এ প্রসঙ্গে এফ এ প্রীতম বলেন, চেষ্টা করি সব সময় শ্রোতাদের নতুন গান দিয়ে আপডেট রাখতে। গানের সঙ্গেই যেহেতু বসবাস, তাই এ মাধ্যমে নিয়মিত থাকার চেষ্টা করি। বরাবরের মতো নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

আরও পড়ুন: নতুন সিনেমার টাইটেল গানে মমতাজ

তিনি বলেন, সম্প্রতি একটি সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছি। এ মুহূর্তে সিনেমার নাম বলতে পরছি না। সেই সিনেমায় বলিউডের খ্যাতিমান এক গায়ক কণ্ঠ দেবে দুই একদিনের মধ্যে। তাছাড়াও নতুন করে কণ্ঠশিল্পী তোসিবা বেগম একটা কাজ করছি।

‘ও জনের জান’ গানটি বিন হাই নামক ইউটিউব চ্যানেল প্রকাশ পেয়েছে।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।